গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর সিটি নির্বাচনে আজমত উল্লাহর নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজমত উল্লাহ খান বলেন, আমি তিনবারে ১৮ বছর এখানে (টঙ্গী পৌরসভা) মেয়র ছিলাম। আমার বিরুদ্ধে কেউ ১৮ টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। মানুষ এরকম স্বচ্ছ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছে এবং তাদের বিবেচনায় আমার সেই অভিজ্ঞতাগুলো রয়েছে। সুতরাং ১০ বছর আগের গাজীপুর আর আজকের গাজীপুরের মধ্যে পার্থক্য অনেক বেশি। আমি আশা করি, সবাইকে নিয়ে আমরা আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করবো।
তিনি বলেন, আমাদের নেতৃত্ব এখানে আছে, আমার সঙ্গে আছে। সেই নেতৃত্বকে নিয়ে বসে সবাইকে সমন্বিত করেই আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করবো। নির্বাচন কমিশনের যে নিয়মাবলী রয়েছে তা সম্পূর্ণ মেনেই আমরা নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করবো।