পরিবেশ রক্ষার্থে পটুয়াখালীতে মোবাইল কোর্ট পরিচালনা
০৮/১২/২০২৫ ইং তারিখে পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়নের অহন ব্রিকস নামক প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শারমিন আক্তারের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর,পটুয়াখালীর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে অহন ব্রিকস নামীয় প্রতিষ্ঠানটি কর্তৃক আইন অমান্য করে লাইসেন্স বিহীন অবৈধ ভাটা স্থাপন,লাকড়ি পোড়ানো ও ইট নির্মাণের অপরাধের প্রমাণ পাওয়া যায় ।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর প্রসিকিউশন রিপোর্ট মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০০০০০(পাঁচলক্ষ) টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ না করায় জরিমানা অনাদায়ে ইটভাটাটির মালিককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পরিবেশ,প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।























