Saturday , 20 April 2024
শিরোনাম

পর্যটকশূন্য কক্সবাজার

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখানোর পর সমুদ্র পর্যটকদের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে প্রশাসন। সমুদ্রে নামা নিরুৎসাহিত করতে এর আগে সকল ধরনের সেবা বন্ধ করে দেয় প্রশাসন।

এদিকে কক্সবাজারকে মহাবিপৎসংকেত দেখানোর কারণে হাজারো পর্যটক মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে।

এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সাগর প্রচণ্ড উত্তাল। এই কারণে শনিবার সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক নামা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ লক্ষে সমুদ্র সৈকতের ৫টি প্রবেশদ্বারে লাল পতাকা টাঙানো হবে। এছাড়া সৈকতে যাবতীয় সেবা জেটস্কি, কীটকট, প্যারাসাইক্লিং, টায়ার টিউবসহ অন্যান্য সেবা শুক্রবার বিকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ আদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান তিনি।

জানা গেছে, কক্সবাজারকে ৮ নম্বর মহাবিপৎসংকেত ঘোষণার পর কক্সবাজার ছেড়েছেন আসা এক হাজারেরও বেশি পর্যটক। শুক্রবার দিনগত রাত ১টার দিকে পরিবহন সংশ্লিষ্ট ও কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে কক্সবাজার আসতে না পারায় পাঁচ দিনের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসেন অনেকে কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার ছাড়তে হচ্ছে তাদের। পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই ফিরে যাচ্ছেন তারা।

এসময় রাজশাহীর শামীম-আনিকা দম্পতি বলেন, বৃহস্পতিবার রাতে তারা কক্সবাজার এসেছিলেন তিন দিনের ছুটি কাটাতে। কিন্তু ৮ নম্বর মহাবিপৎসংকেত ঘোষণার পর ভয়ের কারণে রাতেই ঢাকায় ফিরে যাচ্ছেন।

কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউসের মুখপাত্র করিম উল্লাহ বলেন, আজ শনিবার থেকে কক্সবাজারকে পর্যটক শূন্য বলা চলে।

Check Also

প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাতদিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x