রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অত্যন্ত দক্ষতার সাথে পশ্চিমাদের বাইরের চাপ মোকাবেলা করছে রাশিয়া।
সোমবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি আবারও জোর দিয়ে বলছি রাশিয়া পশ্চিমাদের বাইরের চাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। এমনকি আর্থিক ও প্রযুক্তিগত আগ্রাসনও মোকাবেলা করছে রাশিয়া।
পুতিন জানান, রাশিয়াকে পরাস্ত করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। কিন্তু তাদের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে দেয়নি।
এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা (যুদ্ধ) কাজে দেয়নি। এটি এখন প্রত্যেকের কাছে এবং তাদের কাছে পরিস্কার।
এদিকে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে। এর পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে।
অর্থনৈতিক চাপে পরে রাশিয়া যেন ইউক্রেন থেকে সরে আসে সেজন্য এসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারা। তবে যুদ্ধ ছয় মাস পার হয়ে সপ্তম মাসে পা দিয়েছে। এমনকি এখনো যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই।
সূত্র: আল জাজিরা