পাংশায় আল মদিনা ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
“রাজনীতি মুক্ত, ধর্মীয় অনুভূতি যুক্ত ” এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী বাগদুলী বাজারে আল মদিনা ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার ( ৫ আগষ্ট ) সকালে বাগদুলী বাজারে ফারুক প্লাজায় দ্বিতীয়তলা ভবনের হল রুমে সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,নতুন কমিটি গঠন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্ব সাধারণ সম্পাদক এনামুল হক কামরান মিঞার সন্ঞালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাগদুলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফরিদ মিয়া,বাগদুলী বাজার বাইতুন নুর জামে মসজিদের খতীব মাওলানা মতিউর রহমান, আল মদিনা ফাউন্ডেশনের সহসভাপতি মো: জলিলুজ্জামান খান,,হাফেজ জসিম উদ্দিন, সোহেল রানা প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মানবিক ও সামাজিক শ্রেনি ও পেশার মানুষ।
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বক্তারা বলেন, এই সংগঠনের সদস্যরা নিজেদের স্বার্থে কথা চিন্তা না করে অতি সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা অল্প সময়ের মধ্যে সেবার মাধ্যমে এই ইউনিয়নের পতিটি মানুষের মন জয় করে নিয়েছেন। যদি ধনাঢ্য ব্যক্তিরা সংগঠনের দিকে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসে তাহলে আরো ভালোভাবে মানুয়ষের পাশে আমরা দাঁড়াতে সক্ষম হব।অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য সকল সদস্যদের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে মো :আবদুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক এনামুল হক কামরান মিঞা,ও অর্থ সম্পাদক পদে মো: আলমাস বিশ্বাস বিজয় অর্জন করেন।নির্বাচনী দায়িত্ব পালন করেন আল মদিনা ফাউন্ডেশনের সদস্য মো: সিরাজুল ইসলাম, মো: ফরিদ মিয়া, মো: রমজান আলী ও শহিদুল ইসলাম আলম।উল্লেখ্য যে, এই সংগঠনের উদ্যোগে দরিদ্র পরিবারে কন্যা বিবাহ, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা,দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল, কম্বল বিতরণ,তাফসির মাহফিলসজ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে আসছে।
দিনশেষে দেশ জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া- ও মোনাজাত ও অনুষ্ঠিত হয়।