পাংশায় কসবামাজাইলে জামায়াতে ইসলামীর প্রীত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন-জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আলহাজ্ব আমজাদ হোসেন মহাবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কসবামাজাইল ইউনিয়ন শাখার আয়োজন ও হানছা লেডার লিমিটেডের সৌজন্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
পাট্টা ইউনিয়ন জামায়াতে ইসলামী ফুটবল একাদশ ও কসবামাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামী ফুটবল একাদশে এ খেলায় অংশগ্রহণ করেন। খেলায় ১-১গোলে সমতা হয়। পরে টাইব্রেকারের মধ্যমে ১-২ গোলে কসবামাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামী ফুটবল একাদশ বিজয় লাভ করেন। খেলা পরিচালনা করেন, মো. জসিম উদ্দিন।
জানা গেছে, মাদক মুক্ত সমাজ গড়তে, সন্ত্রাসী কার্যক্রম থেকে যুব সমাজকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
এ প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের মিডিয়া ও প্রচার সম্পাদক ও রাজবাড়ী জেলা ফোরামের এ এস এম রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ, মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ জাহিদুর রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আজিজুর রহমান, কলিমহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, পাট্টা ইউনিয়নের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি মানুষের একটি ধারণা রয়েছে যে, জামায়াতে ইসলামীর মধ্যে কোন বিনোদন নেই। মানুষের সেই ধারণাকে বদলে দিতে চাই। এই খেলার মাধ্যমে জানাতে চাই জামায়াতে ইসলামীর মধ্যেও খেলাধুলা ও বিনোদন রয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গগণ সহ অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।