পাংশায় পাট্রা ইউনিয়নে জামায়াতের টিউবয়েল বিতরণ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পাট্রা ইউনিয়নে ৮ আগষ্ট শুক্রবার বাদ জুময়া মুছিদাহ পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে গরিব ও অসহায় মানুষের মধ্যে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া টিম সদস্য জননেতা এ এস এম রহমতুল্লাহ। এ সময় এ এস এম রহমতুল্লাহ বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায় সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আমি কর্তব্য মনে করে সংগঠনের দায়িত্বশীলদের সহায়তায় আপনাদের খুঁজে বের করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু টিউবওয়েল নয়; বরং টিউবওয়েলের সেটিংসহ সব খরচ বহনের দায়িত্বও আমি নেব।তিনি বলেন, আপনাদের দোয়া চাই, গরিব ও অসহায় মানুষের কল্যাণে আমি ও আমার সংগঠন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এ সময় কয়েকটি পরিবারে টিউবয়েল,পাইপ ও মাঠে কৃষকদের সুপেয় পানির ব্যবস্থা গ্রহনের জন্য তাদের হাতে টিউবওয়েল তুলে দেওয়া হয়। । অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী হাফেজ জাহিদুর রহমান , পাট্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব শরিফুল ইসলাম,পাট্রা ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক আবু ইউসুফ , ৮নং সভাপতি ওলি আহমেদ, ৭নং সভাপতি মো:খোরশেদ আলম সেক্রেটারী সিরাজুল ইসলাম বাদশাহসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।টিউবওয়েল পেয়ে মানুষ জামায়াতের প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, টিউবওয়েলগুলো তাদের দৈনন্দিন জীবনে বিশাল উপকারে আসবে।