মো.আহসানুল ইসলাম আমিন, জ্যেষ্ঠ প্রতিবেদক:
বিএনপি পাকিস্তানকে ভালোবাসে, পাকিস্তানকে যারা ভালোবাসেন তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা নেসা ইন্দিরা । রবিবার (১১ ডিসেম্বর) মুন্সিগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিলেন তারাই আজ বাংলাদেশের উন্নয়ন দেখে প্রশংসা করছেন। এ যেন ভূতের মখে রাম নাম। আজ স্বাধীনতার পরাজিত দোষরদের শক্তিরা ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার চেষ্টা করেছে। এখনো তারা এ দেশের উন্নয়নকে মেনে নিতে পারছেন না। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল এহসানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান আনিসসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠান শেষে, একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদ ও এতে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে, তাদের অবদানের কথা স্বরণ করেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা। দেশকে এগিয়ে নিতে তরুন প্রজন্মকে এগিয়ে আসার অনুরোধ তাদের।