Friday , 19 April 2024
শিরোনাম

পাটুরিয়ায় তীব্র যানজট, ভোগান্তি বাড়ছে

ঈদের ছুটি শুরুর আগেই পাটুরিয়ায় যানবাহনের চাপ বেড়ে গেছে। ফেরি পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন ঈদের প্রায় ৮-৯ আগেই এতো দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাহলে এবার ঈদের ২-৩ দিন আগে আরও বেশি দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদেরকে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকেই পাটুরিয়ার ফেরি ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এ নৌ-রুটে চলাচলরত বেশিরভাগ ফেরি দীর্ঘদিনের পুরানো। এ কারণে প্রতিদিনই প্রায় দুই একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকে।

বর্তমানে এ নৌ-রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে বনলতাসহ তিনটি ফেরি বিকল থাকায় ১৬টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x