Saturday , 20 April 2024
শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি সংকট, যানবাহনের দীর্ঘ সারি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শনিবার সকাল থেকে ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

যানবাহন শ্রমিকেরা বলেন, রমজান মাস উপলক্ষে ইফতারি ও সেহেরির সময় ট্রাকের ওজন পরিমাপ যন্ত্র ২ ঘণ্টার মতো বন্ধ থাকার পাশাপাশি ফেরির সংকট তো রয়েছেই। এতে ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, শনিবার সকাল থেকে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। পাটুরিয়া প্রান্তে একটি ঘাট অচল ও ২ টি ফেরি বিকল থাকায় বাড়তি যানবাহনের চাপ পড়েছে।

পাটুরিয়া ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, শনিবার সকাল পৌনে ১১ টার দিকে পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক, পাটুরিয়া ঘাট এলাকা ও উথুলি সংযোগ মোড় মিলে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা।

Check Also

মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x