পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :সড়ক দূর্ঘটনার শিকার পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এর আগে ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সগির আলম(৫৫) বিআরটিসি বাসের সঙ্গে তার চলন্ত মোটরবাইকের স্ব জোড়ে ধাক্কা লাগে। মারাত্মক আহত হন তিনি । তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সগীরকে ঢাকায় স্থানান্তর করেন। খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় সগির বাসা থেকে তার মোটর বাইকযোগে পাথরঘাটা শহরে আসছিলেন। সন্ধ্যা ৬টার দিকে শহরের থানার সমনের সড়কে আাসলে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।এবং বাইকসহ সগির রাস্তায় লুটিয়ে পরেন।