পাবনা প্রতিনিধিঃ
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ পাবনা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশীষ কুমার বসাকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মলয় রায়ের আহ্বানে এবং যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন’র পরিচালায় শহরের শালগাড়িয়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার আহ্বায়ক সৌমেন সাহা ভানু, সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু, সৎসঙ্গ পাবনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য প্রভাত কুমার বসাক।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র ধর্মীয় নানা উস্কানীমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচারে লিপ্ত রয়েছে। তাদেরকে শুধু আইন দিয়েই নয় সামাজিক ভাবে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ধর্মীয় অনুভূতিতে কেউ কোন ধরনের মানহানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিহত করতে সকল শ্রেনী-পেশার মানুষকে সচেতন হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উৎপল বসাক বাপ্পি, যুগ্ম সদস্য সচিব তাপস কুমার দাস, জীবন প্রামানিক, কার্যকরী সদস্য রবি লাল কুন্ডু কার্যকরী সদস্য প্রদীপ বসাক কার্যকরী সদস্য শ্যামল দেবনাথ, কার্যকরী সদস্য বিকাশ দেবনাথ, কার্যকরী সদস্য ডাঃ প্রশান্ত মালাকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সনাতন সরকার, পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ বসাক যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ ঘোষ, যুগ্ম আহ্বায়ক বাপ্পি কুমার দাস, যুগ্ম আহ্বায়ক সুশান্ত ঘোষ, সদস্য সচিব প্রসাদ দাস যুগ্ম সদস্য সচিব সুব্রত ঘোষ অনিক কার্যকরী সদস্য সঞ্জয় সাহা, কার্যকরী সদস্য দীপঙ্কর কুমার দাস, কার্যকরী সদস্য নিতাই মালাকার, সদর উপজেলা শাখার সভাপতি দীপ্ত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কৃষাণ সূত্রধর আকাশ, প্রচার সম্পাদক শুভ কর্মকার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক, শুভ মজুমদার, যুগ্ম আহ্বায়ক অনুপ সাহা তনু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জীবন কুমার সরকার, পাবনা সদর উপজেলা শাখার সদস্য সচিব সৌমিত্র অধিকারী প্রলয়, পৌর শাখার আহ্বায়ক অন্তর ঘোষ প্রমুখ।