মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যৌথ অর্থায়নের মোট ২কোটি টাকা ব্যয়ের থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়ন এর মংনাই পাড়া স্বধম্মাশ্রী বৌদ্ধ বিহারের ছাত্রাবাস নির্মানের ভিত্তিপ্রস্তর শুভ উদ্ভোধন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে
মংনাই পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের উপ সচীব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআরও হারুন অর রশিদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: অংচালু, উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াসির আরাফাত, বান্দরবান জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু মারমা, সদস্য তিংতিংম্যা মারমা, সিমিয়ন ম্রো,বাশৈচিং হেডম্যান,ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমূখ। পাহাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর অগাদ ভালবাসা ও আন্তরিকতা রয়েছে। দলমল নির্বি শেষে বিভক্তি উর্ধে থেকে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার ও আগামি জাতীয় নির্বাচনে আবারও নৌকা ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানানপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি।
উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক চাক্কা ও ভাগ্য পরিবর্তন ঘটেছে । বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। তিনি আরো বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক ও অগাদ ভালবাসা রয়েছে বলেই আজ দুর্গম থানচি উপজলা স্বাস্থ্য , শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই স্থানে থানচি সদর ইউনিয়নের যিহোবা যিড়ি ছাত্রাবাসে যাওয়ার রাস্তা, থানচি বাজারে অভ্যন্তরীন সড়ক, আপ্রুমং পাড়া বৌদ্ধ বিহার ক্যাংঘর নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্ভোধন করেন।
একই দিনের বিকাল ৫ টা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাশ হলে দলীয় নেতা কর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আগামিকাল বুধবার সকালে রেমাক্রী বাজারে হত দরিদ্র দু:স্ত ১ হাজার ২ শত ৮৪ পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিনা মূল্যের সোলার প্যানেল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।