মেহেদী হাসান শুভ, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির বলেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি পাড়ায় পাড়ায় পাঠাগার স্থাপনের স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। এমপি ছোট মনির বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভূঞাপুরে ৩দিন ব্যাপী পাঠাগার সম্মেলনে প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি মনির টাঙ্গাইল-২ আসনের পাঠাগার উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা নগদ অনুদান এবং আয়োজক সংস্থা অর্জুনা পাঠাগারের ভবন নিমার্ণ করার জন্য নগদ ৭লাখ টাকা অনুদান সহ অংশ গ্রহনকারী ১৭০টি পাঠাগারে ২টি করে বই উপহার প্রদান করেন। অপরদিকে ভূঞাপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র পাঠাগার সম্মেলন বাস্তবায়নে মঞ্চে বসে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। জ্ঞাননির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে ‘পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়’ এই স্লোগানকে সামনে রেখে দেশের সব বেসরকারি পাঠাগার নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে দিনব্যাপী পাঠাগার সম্মেলন শুরু হয়েছে। উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি বা কলেজ মাঠে আয়োজিত বৃহস্পতিবার বিকাল ৪টায় পাঠাগার সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সম্মেলন শনিবার শেষ হবে। পাঠাগার সম্মেলন কমিটির আহ্বায়ক আবদুস ছাত্তার খানের সভাপতিত্বে উদ্বোধনের প্রথম দিন সম্মেলনে অংশ নেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক ও গ্রন্থ বিশেষজ্ঞ লেখক খান মাহবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের প্রমুখ। পাঠাগার সম্মেলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা- উপজেলার দেশ বরেণ্য কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। সম্মেলনে দেশের ১৭০টি পাঠাগারের লোকজন সমবেত হচ্ছেন। পাশাপাশি সম্মেলনে পাঠাগারসহ বিভিন্ন স্টল অংশগ্রহণ করে। এছাড়া তিন দিনব্যাপী এই পাঠাগার সম্মেলনে রাতে গ্রামীণ লোকসংগীত, বাউল গান, পালাগান, জারি গান সহ রয়েছে নানা আয়োজন করা হয়েছে। উল্লেখ্য উক্ত সম্মেলনে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে হক ফাতেমা পাঠাগার, নান্দাইল প্রেসক্লাব পাঠাগার, আলোর ভুবন পাঠাগার, আল কারীম পাঠাগার ও ঈশ্বরগঞ্জ উপজেলার অন্বেষা পাঠাগার সহ সারাদেশ থেকে ১৭০টি পাঠাগার থেকে ২জন করে প্রতিনিধি যোগদান করেন। সম্মেলনে ভূঞাপুর উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন। সম্মেলনের জন্য এলাকাটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।