রংপুর ব্যুরোঃ পাশাপাশি টেবিলে উপর সারি সারি ভাবে সাজানো চাল, ডাল, মাংস, তেল, চিনি, আলু, মসলা, লবন, পিয়াজ। প্রতি টেবিলের পাশে দাড়ানো দুজনকে শিক্ষার্থী। কিন্তু কেউ কোন কিছু ধরছেন না। এর এক মাথায় ১০ টাকা দিয়ে একটি ব্যাগ নিয়ে নিজ হাতে থরে থরে সাজানো পণ্যেগুলো তুলে নিচ্ছেন ৫০ বছর বয়সী মমতাজ উদ্দিন। মাত্র দুই মিনিটেই ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার তিনি বাপের জন্মের করেননি। তেমনি রংপুরের পীরগাছায় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকায় ব্যাগ ভর্তি ঈদ বাজার তুলে দিয়েছে উত্তরবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই। গতকাল রোববার সকালে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল নটাবাড়ি হাফেজ উদ্দিন শিশু সদন ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৯টি পণ্যে পান এসব মানুষ। ছিন্নমূলের সুপার শপ ১০ টাকায় ঈদ বাজার নামক প্রকল্প বাস্তবায়নে প্রতিটি পণ্যের মধ্যে ২ টাকায় ৫০০ মিলি সোয়াবিন তেল ছাড়া চাল, ডাল, গরুর মাংস, চিনি, আলু, মসলা, লবন ও পিয়াজ এক টাকার বিনিময়ে দেয়া হয়েছে।
এসময় কথা হয় বৃদ্ধ মমতাজ উদ্দিনের সাথে। তিনি বলেন, বাপের জন্মেও ১০ টাকায় এতো বাজার করতে পারিনি। আজ ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার করলাম। জরিনা বেগম ও জোসনা বেগম বলেন, ঈদোত যে ১০ টাকায় এতোগুলা জিনিস পামো, স্বপ্নেও ভাবি নাই। এবার ঈদোত কিনবার পানু না হয়। ছাওয়াগুলো ১০ টাকায় মেলা কিছু দেছে। হামরা খুব খুশি।
চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন, “সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যেসব পরিবার মানুষের কাছে হাত পেতে সহযোগিতা নিতে পারেন না তারা যেনো উৎসবমুখর পরিবেশে ঈদ বাজার করতে পারেন সেজন্য আজকে আমাদের এই আয়োজন। অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে হাসি ফোটানোটাই আমাদের মূল উদ্দেশ্যে। আমরা চাই সমাজের বিত্তবান ব্যক্তিরা এভাবে এগিয়ে আসুক।