রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিং ডিসেম্বরের শেষের দিকে ২০২২ সালের ঘটনা নিয়ে আলোচনায় বসবেন। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, বৈঠকের তারিখ এবং এজেন্ডা ইতিমধ্যেই ঠিক হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে। দুই পক্ষ যথাসময়ে কথোপকথনের বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের ঘনিষ্ঠ একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে, বৈঠকটি সশরীরে হওয়ার হওয়ার সম্ভাবনা কম, ভার্চুয়ালি মিলিত হবেন দুই নেতা।
তাস আরও জানিয়েছে, সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, গত সপ্তাহে বেইজিং সফরে শির সাথে দেখা করেছিলেন যখন জেলেনস্কি আরও সাহায্যের জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন।
এরআগে, গত ১৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে রাজধানী সমরখন্দে বৈঠক করছেন পুতিন ও শি জিনপিং। যেটি ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই নেতার প্রথম ব্যক্তিগত আলোচনা। এরমধ্যে বেশ কয়েকবার ভার্চুয়ালি বৈঠক করেন তারা।
সূত্র: আলজাজিরা