লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া থেকে শুরু হওয়া মোবারক খাল । মোবারক খালটি কাঠাল ভাঙ্গা খালের সাথে মিলিত হয়েছে । কাঠাল ভাঙ্গা খালটি পুর্ব গুজরা ইউনিয়নের হোয়ারা পাড়া হয়ে পশ্চিম গুজরা ইউনিয়নের রঘু নন্দন চৌধুরী হাট হয়ে বদু মুন্সি পাড়া হয়ে নেয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া হয়ে উরকিরচর ইউনিয়নের উপর দিয়ে হালদা নদীর সাথে মিলিত হয়েছে । পুর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ার পাশে মোবারক খালটি ও কাঠাল ভাঙ্গা খালটি ভরাট হয়ে যাওয়ার পর পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা আব্বাস উদ্দিন আহম্মদ ভরাট হওয়া খাল খনন করেন । মোবারক খাল ও কাঠাল ভাঙ্গা খাল খনন করার পর খালের দু তীরে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্ক নামকরন করেন । দুটি খালের ৫ কিলোমিটার দৈর্ঘ দু তীরে ৯ হাজার বিভিন্ন প্রজাতির আম গাছ ও আমলকী, হরিতকি, কাঠাল, জাম্বুরা ঘাছের চারা রোপন করেন । রোপন করা আম, গাছে আমের ফলন হয়েছে । পুর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়ার পাশে মোবারক খালের দু তীরে ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্কে সারি সারি ফলজ গাছে খালের পাড় অপরুপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে । এছাড়া ও পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান কমলার পিতার সেতু থেকে পুর্ব গুজরা ইউনিয়নের পুরাতন রঘু নন্দন চৌধুরী সড়ক পর্যন্ত এবি এম ফজলে করিম চৌধুরী সড়কের দু পাশে ফলজ গাছের চারা রোপন করেছেন । এবি এম ফজলে করিম চৌধুরী সড়কের দু পাশে ফলজ গাছের চারাগুলোতে গত কয়েক বৎসর ধরে ফলন হচ্ছে । রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা বিশ্বাস বাড়ী সড়ক, হোসেন সড়ক, হাজীর পুল সড়ক, বামাচরন সড়ক, নতুন চৌধুরী অলিমিয়ার হাট সড়ক, আনসার আলী সড়ক, রাউলী সড়ক সহ এলাকার বিভিন্ন সড়কের দু পাশে ফলজ গাছের যে সব চারা রোপন করা হয়েছে । সড়কের পাশে রোপন করা ফলজ গাছের মধ্যে আম, জাম, পেয়ারা, আমলকী, হরিতকি, জাম্বুরা, কাঠাল ধরছে গত কয়েক বৎসর ধরে। এলাকার লোকজন ও পথচারীরা ফলজ গাছের ফল খেয়ে আনন্দে মেতে উঠে । সড়কের পাশে রোপন করা ফলজ গাছের অপরুপ সৌন্দর্য পথচারী ও এলাকার লোকজন উপভোগ করে আনন্দে মেতে উঠছে । পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ বলেন, রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ও অনুপ্রেরণায় প্রতিটি সড়কের পাশে ফলজ গাছের চারা রোপন করার পর লোকজন দিয়ে পরিচর্য়্যা করার পর সড়কের পাশে ফলজ গাছের চারা গুলো বড় হয়ে ফলন দেওয়া শুরু করেছে । ভরাট হওয়া মোবারক খাল ও কাঠাল ভাঙ্গা খাল খনন করে বর্ষার মৌসুমে পানি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে । শুস্ক মৌসুমে খালের মধ্যে জেয়ার ভাটার পানি চলাচলে প্রতিবন্দ্বকতা দুর করে এলাকার কৃষকেরা খাল থেকে সেচের মাধ্যমে পানি তুলে বোরো ধানের চাষাবাদ করে তোলার উপযোগী করে তোলা হয়েছে । ভরাট হওয়া মোবারক খাল ও কাঠাল ভাঙ্গা খালের দু তীরে ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্ক গড়ে তোলা হয়েছে । ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্ককে নান্দনিক পার্ক হিসাবে গড়ে তোলা হবে ।