ক্রাইম বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ধোপাছড়ি (হিন্দু পাড়ায়) সাগর দত্ত ও তার সঙ্গীয় ১০/১৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফিল্ম স্টাইলে ত্রাস সৃষ্টি করে দোকান ও জমিতে অবৈধ অনুপ্রবেশ করে দোকান ঘরের মালামাল নষ্ট করে ও জমির দখলের পায়তারা এবং ১কানি জমিতে রোপিত তামাক গাছ উপড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ৩জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় চন্দনাইশ থানাধীন ধোপাছড়ি ইউপিস্থ পূর্ব ধোপাছড়ি হিন্দু পাড়ায় মিন্টু ষ্টোর ও বাদীর মৌরশীয় জমির উপর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাদীর অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন ও তদন্তে করে এবং স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছে ।
জমির মালিক মিন্টু কুমার দাশ(৩৫) জানান, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব ধোপাছড়ি মৌজার খতিয়ান নং- ৭০৪ জেএল নং-৪১, দাগ নং- ১৮২২, ১৮২৬, ১৮২৭, ১৮৩১,১৮৩২,১৮২১,১৮২৮,১৮৩৪, ১৮৪১,১৮৪৫ ।
উক্ত জমিতে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছি। বর্তমানে আমি ১কানি জমিতে সিম ক্ষেত ও তামাক গাছ লাগিয়েছি। এবারে আমি চাষাবাদ করার পর থেকে বিবাদী সাগর দত্ত (৩০),সে জমির মালিকানা দাবি করছে, আমরা তাকে জমির কাগজপত্র দেখাতে বললে সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
এরই জের ধরে ৩রা জানুয়ারি-২০২৩ সন্ধ্যায় সাগর দত্ত নিজে ও তার সঙ্গীয় সুবাশ দে, সজল দাশ,সোনা বড়ুয়া, রেজাউল করিম, সোহেল, আব্দুল সহ১০/১৫ জন ভারাটে লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার দোকানের মালামাল তসনস করে ও দোকানের ক্যাশ বক্সের ভিতর থেকে নগদ ৫হাজার টাকা এবং উক্ত ১কানি জমিতে থাকা সীম ক্ষেত ও তামাক গাছ কেটে দিয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা।
এছাড়াও আমাকে হয়রানী করতে জাল দলিল করে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমি সাগর দত্ত সহ জালিয়াতি চক্র এবং জমি দখলের পায়তারাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, আমার এলাকার চেয়ারম্যান,স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি। ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃতি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী বাদী মিন্টু কুমার দাশ।
ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের পূর্ব ধোপাছড়ি ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু দাশ জানান, বিবাদী সাগর দত্তকে আমি নিজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের নিয়ে জমির বিরোধ নিরসনের জন্য অনেকবার সমাধান করার জন্য বলেছি, কিন্তুু বিবাদী সাগর দত্ত আমাদের কথা অমান্য করে,এমনকি আমার চেয়ারম্যান এর কথাকে গুরুত্ব না দিয়ে আইন কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই ঘটনায় মিন্টু কুমার দাশ বাদী হয়ে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।