প্রকৌশলী বাদলুর রহমান খানের মায়ের ইন্তেকালে বিএনপি নেতৃবৃন্দের শোক প্রকাশ
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের মা, মোসাম্মত জাহানারা খানম (৮৩), দীর্ঘদিন ক্যান্সারে ভুগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক জাহিদ রনি এবং অন্যান্য নেতৃবৃন্দ ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হয়ে প্রকৌশলী বাদলুর রহমান খানকে সান্ত্বনা প্রদান করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
আজ সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর গ্রামের বাড়ি বিন্যাউরীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রকৌশলী বাদলুর রহমান খান ও তার পরিবার সকলের কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
মালয়েশিয়া বিএনপির সভাপতি হিসেবে প্রকৌশলী বাদলুর রহমান খান প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার মায়ের ইন্তেকালে মালয়েশিয়া ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।