প্রতাপনগরে ইসলামী ব্যাংক আউলেট শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাতক্ষীরার প্রতাপনগর তালতলা বাজার এজেন্ট মুয়াজ এন্টার প্রাইজ আউলেট শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৪ টায় প্রতাপনগর তালতলা বাজারস্ত এজেন্ট মুয়াজ এন্টার প্রাইজ আউলেট শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখা ভিপি ও শাখা প্রধান নুরুজ্জামান হাওলাদার। দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহর সঞ্চালনায় ও অত্র ব্যাংক অপারেশন ম্যানেজারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা এফ এ ভি পি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন ইনচার্জ আয়নাল সরদার, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল আলম, কলিমাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সোহরাব হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনোয়ারুল হক, ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, তালতলা বাজার বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিছুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন মুয়াজ এন্টার প্রাইজ আউলেট শাখা পরিচালক দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক শাহ মোঃ অহিদুজ্জামান শাহিন, সাবেক সহকারী শিক্ষক আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ আল আমিন, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ আব্দুল হাই, মাওঃ মনিরুল ইসলাম, ডাঃ সাইফুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী বায়তুল্লাহ, বাবু আমিও কুমার সোম,সাংবাদিক মোঃ আবু সালেহ ও মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।
























