Wednesday , 24 April 2024
শিরোনাম

প্রতি চার সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে

প্রতি চার সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে মঙ্গলবার ২০০ টিরও বেশি এনজিও সতর্ক করেছে। বিশ্ব ক্ষুধা সংকটের অবসান করার জন্য নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

৭৫টি দেশের সংস্থাগুলি আকাশচুম্বী ক্ষুধার মাত্রায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে এবং পদক্ষেপের জন্য সুপারিশ করেছে।

এনজিওগুলি একটি বিবৃতিতে বলেছে, এটি খবই বিস্ময়কর যে বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৩৪ কোটি মানুষ এখন তীব্র ক্ষুধা অনুভব করছে, যা ২০১৯ সালের পর থেকে দ্বিগুণেরও বেশি।

একবিংশ শতাব্দীতে আর কখনো দুর্ভিক্ষ হতে দেবে না এমন বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও, সোমালিয়ায় দুর্ভিক্ষ আরও একবার আসন্ন সতর্ক করে দিয়েছে সংস্থাগুলো। তারা আরও জানিয়েছে, বিশ্বজুড়ে আরও ৪৫টি দেশে ৫০ মিলিয়ন মানুষ অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে বলে।

এনজিওগুলি একটি বিবৃতিতে উল্লেখ করে যে প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে অনুমান করা হয়েছে, যা সেকেন্ডের হিসেবে প্রতি চার সেকেন্ডে একজন ক্ষুধায় মারা যাচ্ছে।

চিঠির স্বাক্ষরকারী ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এলজাবালি বিবৃতিতে বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে কৃষি এবং ফসল কাটার সমস্ত প্রযুক্তির সাথে আজ আমরা ২১ শতকের দুর্ভিক্ষের কথা বলছি।

তিনি আরও বলেন, এটি একটি দেশ বা একটি মহাদেশের বিষয় নয়এটি সমগ্র মানবতার প্রতি অবিচার। আমাদেরকে তাৎক্ষণিক জীবনরক্ষাকারী খাদ্য এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের উপর ফোকাস করার জন্য একটি মুহূর্ত আর অপেক্ষা করা উচিত নয়। যাতে লোকেরা তাদের ভবিষ্যতের দায়িত্ব নিতে পারে এবং নিজেদের এবং তাদের পরিবারের জন্য সরবরাহ করতে পারে।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x