কাতার প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাতার শাখা।
বৃহস্পতিবার রাতে রাজধানী দোহা’র নাজমা সালিমার ইস্তাম্বুল হোটেলে অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০জন বিজয়ী শিশু-কিশোরদের হাতে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলেদেন কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাতার শাখার সভাপতি সাংবাদিক আকবর হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ খাইরুল আলম সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার, বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এমএইচএম স্কুলের শিক্ষিকা তানজিনা জিনুক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, আলহাজ্ব হাসান মাবুদ, এস এম ফরিদুল হক, কমরেড ইসমাইল হোসেন, নুরুল আবছার বাবুল, মাহবুবর রহমান বাবু, আবেদুর রহমান ফারুক, শাহ আলম খান, সৈয়দ আনা মিয়া, আবদুল্লাহ আল মামুন রেনু, মোঃ সামছুল আরেফিন ও মিনহাজ উদ্দিন রাজু।
বক্তব্য রাখেন রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, কাতার যুবলীগের সিনিয়র সহসভাপতি কাজি মোঃ আশরাফ হোসেন, কাতার বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ সালাম, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম পারবেজ সহ আরও অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ ও ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অঞ্জু পাল।
শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটায় অংশগ্রহণ করেন বিজয়ী শিশুকিশোর ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিবর্গরা