বিশেষ প্রতিনিধি, ই এম আকাশ: ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার শালিমার প্লেসে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে সংগঠনের নেতাকর্মীরা৷ সংগঠনের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম৷
এ সময় বঙ্গবন্ধু পরিষদ কাতার, ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগ, সজীব ওয়াজেদ পরিষদের কাতার শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷
সাধারণ সম্পাদক মোল্লা মোঃ রাজ রাজিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দূতাবাসে শ্রম কাউন্সিল জনাব মাসহুদুল কবীর।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি মোস্তফা কামাল দোয়া ও মোনাজাত করেন, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন খান। দেশের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত সকলে।
আলোচনায় অংশ গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, প্রধান উপদেষ্টা ইসমাইল মিয়া, সি: সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি আবু তাহের মহিউদ্দিন চৌধুরী,মাসুদ শেখ, সৈয়দ আনা মিয়া, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু, মাহবুব আলম,ফারুক মোল্লা।
উপস্থিত ছিলেন জসিম উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম ভূইয়া, সোলাইমান গনি, ইঞ্জিনিয়ার সেলিম, মোস্থফা কামাল, ই এম আকাশ, নাঈম হাছান, সেলিম সরকার, মাইনুল ইসলাম, তৌফিক ভূইয়া, মাইনু উদ্দিন রনি,রহমতুল্লাহ ফারিয়াজ সহ অনেকেই, বক্তরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ো কামনা করেন পাশাপাশি আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আবারো ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসাবে দেখার প্রতিজ্ঞা করেন।