প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভেলুয়া পাড়া বৌদ্ধ বিহারে মৈত্রী ময় উৎসব অনুষ্ঠিত
১৪৩২ বাংলা সালের ৬ অক্টোবর ২০২৫ ইং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটির ভেলুয়া পাড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মৈত্রী ময় উৎসব।
এদিন পাহাড় থেকে সমতল পর্যন্ত বসবাসরত সকল আদিবাসী ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে শান্তি, সম্প্রীতি ও মৈত্রী বার্তা ছড়িয়ে দেন।
প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির আহ্বায়ক সাগর মারমা বলেন, “আজকের এই মৈত্রীময় দিনে আমরা সকল জাতিসত্তার প্রতি জানাই প্রীতি ও শুভেচ্ছা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেলা পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মহি মারমা, কারবারি উত্তম মারমা, রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, আনিস – বক্তব্য রাখেন, জাকির হোসেন – বক্তব্য রাখেন, চন্দ্রকোনা বিএনপির থেকে ইব্রাহিম ছাত্রদল এবং স্থানীয় সমাজের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
সন্ধ্যায় বৌদ্ধ ভিক্ষুদের পূণ্য দান, প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এলাকাজুড়ে উৎসবের আমেজ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।
প্রবারণা পূর্ণিমা – মৈত্রী, সহমর্মিতা ও শান্তির প্রতীক।