নির্দিষ্ট শর্তের ভিত্তিতে পারিবারিক ভিজিট ভিসার আবেদন গ্রহণ আবার চালু করেছে কুয়েত। রবিবার সরকারের রেসিডেন্সি বিষয়ক বিভাগ জানায়, প্রবাসীদের পারিবারিক ভিজিট ভিসা গ্রহণ পুণরায় চালু করা হয়েছে।
আল রাই ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে দুই বছর এ ভিসা বন্ধ ছিল। এছাড়া এ ভিসার আগে এটি পারিবারিক, ব্যবসায়িক এবং ট্যুরিস্ট ভিসার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
মন্ত্রী পরিষদ থেকে ঘোষণার পর ঈদ উল ফিতরের আগে মহামারী সম্পর্কিত সকল সীমাবদ্ধতা তুলে নেয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগ আবার ফ্যামিলি ভিজিট ভিসা গ্রহণ শুরু করে। তবে এ ভিসার সাথে সম্পর্কিত শর্তগুলো যেমন জাতীয়তা, বেতন, নিরাপত্তা পরিক্ষা আগের মতোই বহাল রয়েছে।