তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রেস কাউন্সিলের যে পুরনো আইন রয়েছে সেটার মাধ্যমে শুধুমাত্র তিরস্কার করা ছাড়া আর কোনো ক্ষমতা নাই। এখন নতুন আইন হচ্ছে প্রেস কাউন্সিলের, সেটি হলে সাংবাদিক নামধারী ভুঁইফোড় প্রতিষ্ঠান এবং ভুয়া সাংবাদিক ধরতে কাজ করবে এই প্রতিষ্ঠান।
আজ সোমবার সচিবালয়ে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আইনটি কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভায় পাশ হবে।
ডাটাবেজের মাধ্যমে প্রেস কাউন্সিল সঠিক সাংবাদিকের তালিকা প্রকাশ করবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের নির্বাচন, রাজনীতি এবং অংশগ্রহণমুলক নির্বাচন নিয়ে যেসব কথা বলছেন সে প্রসঙ্গে তথ্য মন্ত্রী বলেন, কূটনীতিকরা নির্বাচন নিয়ে যেকোনো পরামর্শ দিতে পারেন, অংশগ্রহণমুলক নির্বাচন নিয়ে কথা বলতে পারেন সব দলের সাথে, নির্বাচন নিয়ে সংঘাত এড়ানোর জন্য কোনো কোনো দলের সাথে একান্ত কথাও বলতে পারেন তবে তা যাতে কোনোভাবেই অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা কূটনৈতিক শিষ্টাচার লংঘন না করে।
বাংলা ৫২ নিউজ/নাহিদ