মনির হেসেন:
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদে হাসান খান ও জাহাঙ্গীর হোসেন গং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ফরক্কাবাদ ডিগ্রী কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ফরক্কাবাদ বাজার ব্যবসায়ী সমিতি এবং বালিয়া ইউনিয়নবাসী হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে।
গতকাল ২৮ জুলাই, বৃহস্পতিবার সকাল এগারোটায় ফরক্কাবাদ ডিগ্রী কলেজের সামনে থেকে ফরক্কাবাদ বাজারের শেষ মাথা পর্যন্ত প্রতিবাদস্বরূপ এই বিশাল মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধন সমাবেশে সহকারী অধ্যাপক হাফিজুর রহমান এবং মহিউদ্দিন এর পরিচালনায় প্রতিবাদস্বরূপ বক্তব্য রাখেন, ফরক্কাবাদ ডিগ্রী কলেজ এঁর অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক মোঃ সালাউদ্দিন যথাক্রমে শেখ খাদিজা বেগম, মোঃ রেজাউল ইসলাম, ফেরদৌসী আখতার এবং এ. বি. এম শাহ আলম।
এছাড়া কলেজ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী নিলা আক্তার।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম, উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ হান্নান মিজি, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মিজি, সাধারণ সম্পাদক নোমান মিজি, এলাকাবাসীর পক্ষে রুহুল আমিন মিজি সহ হারুনুর রশিদ তালুকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে ফেরারি আসামি হাসান খান, জাল সনদদারী, মামলাবাজ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী জাহাঙ্গীর হোসেন গং ও এদের মদদদাতাদের অশুভ তৎপরতা এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একের পর এক মিথ্যা মামলা দিয়ে কলেজের শিক্ষকদের মান মর্যাদা ক্ষুন্ন করেছে। ফরক্বাবাদ ডিগ্রী কলেজের অর্থ চুরি সহ নানা কেলেঙ্কারি টেনে এনে শিক্ষক ও গুনী জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আসছে হাসান খান। ঐতিহ্যবাহী স্বনামধন্য ফরক্কাবাদ ডিগ্রী কলেজের এবং শিক্ষকদের সুনাম ক্ষুন্ন করা সহ কলেজের প্রতিষ্ঠাতা ও অত্র অঞ্চলের কৃতি সন্তান, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পাদক সুজিত রায় নন্দীর সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে এই সকল মিথ্যা মামলা দিচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সকল মিথ্যা মামলা যেন প্রত্যাহার করে নেয় সেজন্য বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।