ফরিদগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
ফরিদগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০শে জুলাই সকাল ১১ টায়,উপজেলা পরিষদ সভা কক্ষে। এতে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এই সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্র এ,আর জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম পিপিএম, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, পিআই ইউ অফিসার আরঙ্গজেব, থানা ইঞ্জিনিয়ার আবরার হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, ৫ নং গ্রুপটি চেয়ারম্যান শাহাজান পাটোয়ারী,৩ নং ইউপি চেয়ারম্যান বেলায়াত হোসেন, ১ নং ইউপি চেয়ারম্যান জসীমউদ্দীন স্বপন, ৪নং ইউপির চেয়ারম্যান মহসিন পাটোয়ারী, বিভিন্ন ইউনিয়নের সচিব গন, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।
এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া উপজেলার আইন-শৃঙ্খলা,মাদকদ্রব্য সেবন, মাদক কারবারী,পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন ইউনিয়নের পরিস্থিতি জানতে চান। এবং সঠিক দিক মূলক নির্দেশনা দেন।