ফরিদগঞ্জে আলহাজ্ব এম,এ হান্নানকে এমপি হিসেবে দেখতে চাই দাবিতে বিক্ষোভ মিছিল
চাদঁপুর ৪(ফরিদগঞ্জ) আগামী ২০২৬সালে জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব এম এ হান্নান সাবকে আমরা এমপি হিসেবে দেখতে চাই।
সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী বলেন, আলহাজ্ব এম এ হান্নান, দীর্ঘ দুই যুগ ধরে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন ফরিদগঞ্জের মানবিক এবং অর্থ সামাজিক উন্নয়নে।একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে অবদান রেখেছেন জাতীয় অর্থনীতিতে। শত ব্যস্ততার মাঝেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংযুক্ত হয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের গণমানুষের দল বিএনপির সাথে। স্বার্থন্বেষী বিএনপি নামধারী কুচক্রী মহলের শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আজ তিনি স্ব মহিমায় উদ্ভাসিত। দেশ এবং দলের সর্বোচ্চ দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে। জালেমের জেল জুলুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্মুখ সারীতে থেকে নেতৃত্ব দিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কে, করেছেন সুসংগঠিত। দলের একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নের ক্ষেত্রে আলহাজ্ব এম এ হান্নান সাহেবের বিকল্প একমাত্র আলহাজ্ব এম এ হান্নান সাহেব। চাঁদপুর জেলা বিএনপি, বিভাগীয় সাংগঠনিক কমিটি, জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সর্বোপরি এ দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান – উনার মানবতা, দেশপ্রেম এবং দলের সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থার কারণে উনাকেই ফরিদগঞ্জ থেকে মনোনীত করবেন বলে আমরা আশা করি। মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকাল ৪টায়,ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল র্্যালী ও সমাবেশে তিনি এসব কথা বলেন। উক্তর্্যালি ও সমাবেশে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, পৌর বিএনপি’র আহবায়ক আমানত গাজী, সদস্য সচিব জাহাঙ্গীর আজিম,যুগ্ন আহবায়ক জামাল হোসেন মিজি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ হোসেন পাটোয়ারী,যুগ্নু আহবায়ক শাহজাহান মিজি, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইউনুছ বেপারি, পৌর শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম পিঙ্কু কাজী,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শহীদ উল্লাহ, পৌর মহিলা দলের আহবায়ক আলেয়া বেগম,পৌর কৃষক দলের সভাপতি মাসুদ পাটোয়ারী প্রমূখ।
এ সময় পৌর মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে মিছিলটি বাস স্ট্যান্ড থেকে সড়ক-মহাসড়ক, ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ড এসে মিছিলটি সমাপ্ত করা হয়।