ফরিদগঞ্জে ইউনিয়ন প্রতিনিধিদের কাছে বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাদের দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ, নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ই জুলাই বিকেল চারটায় ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের
গৃদকালিন্দিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসের খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ মামুন ভুইঁয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদল সদস্য মোঃ ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মানিক পাটওয়ারী। এসময় আরো উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন বেপারী, যুবদল নেতা আ: কাদিও,ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, বিএনপি নেতা আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির হোসেন, প্রবাসী বিএনপি নেতা ইকবাল পাটওয়ারী, বিএনপি নেতা ইয়াছিন মেম্বার, আবুল খায়ের মেম্বার, হোসেন মেম্বার, সফিকুর রহমান, মো. স্বপন, মাঈন উদ্দীন, মহিলা নেত্রী জাহানারা বেগম , রাবেয়া আক্তার, লাকি আক্তার, সেলিনা বেগম প্রমুখ। আলোচনা শেষে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দেও হাতে সদস্য ফরম তুলে দেন অতিথিবৃন্দ।