ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নেতৃবৃন্দদের ফরিদগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩আগস্ট) সকাল ১১টায়, ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ফরিদগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সঞ্চালনায়, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায় আব্দুল খালেক পাটোয়ারী,উপজেলা বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা সদস্য আব্দুল আজিজ মোল্লা,। এ সময় শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী বলেন,কেন্দ্রীয় ঘোষিত মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটি ঘোষণা অনুযায়ী জেলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি গঠন উপলক্ষে আগামী ১৫ আগস্ট শুক্রবার সকাল ৯ টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ফরিদগঞ্জ আগমন উপলক্ষে আজকের এই মতবিনিময় প্রস্তুতি ও আলোচনা সভা।
তিনি বলেন আরো বলেন
আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান এবং মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রধান করা হয়। বিগত দিনে যারা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে, যারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাদেরকে যেন মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্ত না করা হয়। তাই আমরা সকল মুক্তিযোদ্ধারা আজ একত্র হয়ে আগামী দিনে আমাদের সঠিক মুক্তিযোদ্ধাদেরকে লাল সবুজের পতাকা তলে আনতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক পৌর কমান্ডার আব্দুস সামাদ পাটোয়ারী, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ মিয়া,মুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধা, মোঃ নুরু মিয়া,মোঃ তসলিম হোসেন, বেলায়েত হোসেন, মোঃ শাহ আলম, মোঃ তাফাজ্জল হোসেন, হাবিলদার আবুল কালাম, আব্দুল মান্নান পঞ্চায়েত, মোস্তাফিজুর রহমান, আব্দুস সামাদ পাটোয়ারী, শামসুল আলম, আলহাজ্ব শফিকুর রহমান, সুবেদার লুৎফুর রহমান,সোলেমান মিজি, আবুল কালাম মোল্লা প্রমূখ।