ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা সহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিববার (৩ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নির্দেশনায় এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সহায়তায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শীর্ষ মাদক কারবারি মো. রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেল (৩৩) ও মো. সুমন হোসেন (৪৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রহমত উল্যাহ গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠান বাড়ির মৃত হাবিব উল্যাহ পাঠানের ছেলে এবং সুমন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর এলাকার আফসার উদ্দিন মুন্সি বাড়ির কলিম উল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানায় ৪টি এবং সুমন হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে এই দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গত রাতে সফলভাবে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে