ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন’র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত
নিব শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পূর্ণ হয়েছে।
সোমবার (৭ জুলাই২০২৫) বিকেল ৪টায়,কালির বাজার স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের প্রধান কার্যালয়ে। স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর নেতৃত্বে, এ সময় মিলাদ ও দোয়ার আয়োজনের মধ্য দিয়ে প্রায় ১শত পরিবারের মাঝে ফলজ, বনজ,ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বর্ষপূর্তি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ রুহুল আমিন (সেলিম) সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ হৃদয় খান মোঃ আরমান হোসেন সিয়াম, নিশান সরকার, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান বলেন, আমাদের এই সংগঠনটি ২০২০ সাল থেকে কার্যক্রম শুরু করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে নানান ভাবে মানব মূলক কাজ করে আসছে। আমরা সব সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ট করি, এবং সমাজ সেবা মূলক কাজ গ্রহণ করি।এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। আমাদের লক্ষ্য শুধু একদিনের জন্য কাজ করা নয়, বরং দীর্ঘ মেয়াদী সমাজ সেবা মূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আপনাদের দোয়ায় এবং সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।”
স্থানীয়রা স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কল্যাণ মূলক কর্মকাণ্ড পরিচালিত করবে সংগঠনটি।