স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জে ২ দিন ব্যাপী ইফতার সামগ্রী পেল ১৫০টি অস্বচ্ছল পরিবার ।
১৫ এপ্রিল (শুক্রবার) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পূর্ণ অরাজনৈতিক. স্বেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সামাজিক সংগঠনটি প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ।
আইডিয়াল সমাজ ফাউন্ডেশন তার পূর্বে গত ৫ ই এপ্রিল মঙ্গলবার একই গ্রামের কেরানী বাড়িতে প্রথম দফায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করছেন ।
প্রথম দফায় বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে ২ লিটার সয়াবিন তৈল. ৩ কেজি আলু. ২ কেজি ছোলা. ১ কেজি মুড়ি। দ্বিতীয় দফায় (১৫ই এপ্রিল) বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে. আপেল. মালটা. খেজুর. টেংক. সেমাই. দুধ. নুডুস. চিনিসহ ইফতার সামগ্রী।
বিতরণ অনুষ্ঠানে প্রথম দফায় প্রধান অতিথি ছিলেন আয়োজনের অর্থ প্রদানকারী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ন-সচিব বদিউল আলম ।
২য় দফায় প্রধান অতিথি ছিলেন. ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল আহাম্মেদ ।
এ সময় অতিথি ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ গং বলেন. পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার তাই কিছু সংখ্যক মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে বিতরণ করেছি ।
এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে. আমাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একই সাথে সমাজের বিত্তবানদের কাছ থেকে সর্বসময় এমন ভাবে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা কামনা করছি বলে আশাবাদী ব্যক্ত করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য গং।
এসময় উপস্থিত ছিলেন. আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম. রাকিব আহম্মদ. কামরুল হাচান. হাসনাত গাজী. আল-আমিন হাজী. হাচান আটিয়া. নাঈম চৌধুরী. রফিকুল ইসলাম রাফি. সাকিব হাচান. সাকিব পাটওয়ারী. হাছিব পাটওয়ারী. ইকবাল গাজী. নাঈমুল হাচান. কামরুল মোল্লা প্রমুখ।