ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ ০২টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ শাহ আলম পিপিএম সেবা ফরিদগঞ্জ থানা, চাঁদপুর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আরিফুর রহমান সরকার সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ দেলোয়ার হোসেন এবং ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন ০৫নং গুপ্টি (পূর্ব) ইউপির শ্রীকালিয়া গ্রামস্থ সওদাগর বাড়ির সামনে বড় ব্রীজের উপর গতকাল ৩০শে জুলাই বুধবার ভোর ০৪.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া আসামীঃ মোঃ সুমন সওদাগর (৪০), পিতা-মৃত আশরাফ উদ্দিন সওদাগর, মাতা-মোসাঃ খাদিজা বেগম, সাং-শ্রীকালিয়া (সওদাগর বাড়ি), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ আটক করতঃ মাদক আইনের এজাহার দায়ের করিলে তাহার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য তাহার বিরুদ্ধে আগেও ২টি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল।