ফরিদগঞ্জ পৌরসভার নবাগত প্রশাসক সেটু কুমার বড়ুয়ার দায়িত্বভার গ্রহণ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে পৌরসভা কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেউপজেলালা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কাছ থেকে নবনিযুক্ত প্রশাসক সেটু কুমার বড়ুয়া দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দুই প্রশাসক একে অপরের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী প্রশাসক সুলতানা রাজিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবায় সহযোগিতার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান।
নবনিযুক্ত প্রশাসক সেটু কুমার বড়ুয়া দায়িত্ব গ্রহণের পর বলেন,ফরিদগঞ্জ পৌরবাসীর সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।
এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।