ফরিদগঞ্জ পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কর্মসূচীর উদ্বোধন
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ শে জুলাই ২০২৫) বিকেল ৪টায়, ৬ নং ওয়ার্ডের সাফুয়া ঈদগাহ মাঠে,ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল হাসান, চঞ্চলনায় ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক ভিপি, সাবেক পৌর মেয়র, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
মোঃ মঞ্জিল হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক,পৌর ৬নং ওয়ার্ড বিএনপি’র সমন্বয়ক মহসিন মোল্লা,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আজিম খানঁ,পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, যুগ্ন আহবায়ক জামান হোসেন মিজি , পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইউনুছ বেপারী, পৌর কৃষক দলের সভাপতি মাসুদ পাটওয়ারী,পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, পৌর মহিলা দলের আহ্বায়ক আলেয়া বেগম,পৌর শ্রমিক দলের নজরুল ইসলাম পিঙ্কু কাজী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
এ সময় আরও বক্তব্য রাখেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ, কামাল মিউজিক,,ছাত্র নেতা আলামিন, ওয়াসীম মিজি।ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য ও আলোচনা শেষে ওয়ার্ড প্রতিনিধিদের হাতে সদস্য ফরম তুলে দেন প্রধান অতিথি ভিপি মঞ্জিল হোসেন পাটওয়ারী।