ফরিদগঞ্জ বিভিন্ন ইউনিয়নে চিংড়ি প্রতীকের অফিস উদ্বোধন ও লিফলেট বিতরণ
আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৪ ( ফরিদগঞ্জ) আসনে ,
সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ( স্বতন্ত্র প্রার্থী) শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
গত ২৩শে জানুয়ারি ( শুক্রবার) ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে চিংড়ি প্রতীকের প্রচারণার জন্য অফিস উদ্বোধন এবং মিছিল, লিফলেট বিতরণ করেন হান্নান পুত্র আবদুল্লাহ ইবনে হান্নান।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন ২ ও ৩ নং ওয়ার্ড ( বাসারা বাজার) চিংড়ি প্রতীকে মিছিল, লিফলেট বিতরণ শেষে চিংড়ি প্রতীকে প্রচারণার কার্যক্রম ব্যাপকতার জন্য অফিস উদ্বোধন করেন আবদুল্লাহ ইবনে হান্নান।
উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন – আবদুল্লাহ ইবনে হান্নান, ছাত্রনেতা রফিকুল ইসলাম শিকদার,
– সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খাঁন, বিএনপি নেতা শামসুল আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মেম্বার, বিএনপি নেতা মহসিন সর্দার, সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, মামুন হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন মোল্লা, প্রমূখসহ বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় ভোটারবৃন্দ।


























