ফরিদগঞ্জ স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ১৫ টি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অধীনস্থ ১৫ টি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর ) বিকেল ৩টায়, ৪ নং সুবিদপুর শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ হল রুমে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সঞ্চালনায় সদস্য সচিব ফারুক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন প্রিন্স, সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য,জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য এডভোকেট জাবের, সদস্য আব্দুল খালেক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল,যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন সুমন,৪ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল সবুজ প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মেঘবর ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সোহেল বেপারী, ৮ নং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইছুফ ঢালী, লিটন গাজী,মজিবুর রহমান,জসিম, আনোয়ার,শাহাদাত হোসেনসহ, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মাসুদ মাঝি তার বক্তব্যে বলেন,আমরা ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আজ ১৫ টি ইউনিয়নের কর্মী সভার মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী কমিটি দেখতে চাই। আগামী ২০২৬সালে জাতীয় সংসদ নির্বাচন আসবে, সেই নির্বাচনে স্বেচ্ছাসেবক দল আপনারা সুসংগঠিত হয়ে আগামী দিনে পছন্দের ব্যক্তিকে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করবেন এটাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত দল, এই দলকে খাটো করে দেখার কোন সুযোগ নাই।স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে ছিল ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আর এই কমিটির মাধ্যমে কোন আওয়ামী লীগের দোসরকে যেন অন্তর্ভুক্ত করা না হয়। অন্তত যারা আমলীগের পথ পদবীতে ছিল। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে বুঝাবেন পছন্দের প্রার্থীকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য বলবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার সালাম জানাবেন।