রনবীর রায় রাজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডাক্তার সুমন কান্তি সাহা, ফুলবাড়ী পল্লী বিদ্যুতের জিডিএম আসাদুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কাত্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, ফুলবাড়ী কেন্দ্রী মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায়, উপজেলা আনসার বাহিনীর কর্মকর্তা মো : মমিনুল ইসলাম, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজ রহমান, কাশিপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী থানার এস আই জাহেদুল ইসলাম ও কাশিপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র সেন প্রমূখ। সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি দূর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার ৬৯ টি দূর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের পূজা উদযাপনে সরকারি নিদের্শনা তুলে ধরেন। যাতে প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যান্ত শান্তিপূর্ন ভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।