ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের টানা ভারি বৃষ্টি পাতে ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমন্ডপের ধরলা নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। গত ছয় দিন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমন্ডপে টানা বৃষ্টিতে নদী গর্ভে চলে যাচ্ছে চলাচলের রাস্তা, ফসলি জমি, ঘরবাড়ি সহ বাঁশ বাগান।
হুমকির মুখে কোটি টাকা ব্যায়ের মুজিব কেল্লাসহ প্রায় ৪৫০ টি পরিবার। চরম দুচিন্তায় আছেন নদী পাড়ের মানুষ!কখন যে তাদের বাড়িঘর নদীগর্ভে চলে যাবে। স্থানীয়রা বলছেন,প্রতিবছর বৃষ্টি হলে ও বন্যা দেখা দিলে নদীর ভাঙ্গন শুরু হয়। দ্রুত বাঁধের ব্যবস্থা না করলে ও নদী শাসন না করা হলে নদী গর্ভে চলে যাবে বাপ দাদার ভিটা মাটি সহ ফলসি জমি।
নদী ভাঙ্গন বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, এর আগেও জিও ব্যাগে বালু ভরাট করে নদীর কিনারা বেঁধেছি, এমপি মহাদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সামরিক কিছু জিও ব্যাগের ব্যবস্থা করা হয় যা এখন ফেলানো হচ্ছে যদিও সেটি প্রয়োজনের তুলনায় কম। এখন এই মূহুর্তে ভাঙ্গন ঠেকাতে প্রায় ৩০ হাজার জিও ব্যাগ প্রয়োজন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন।