ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৬ জানুয়ারি সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার দক্ষিণ রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপদের বন্ধু সংগঠনের সভাপতি মোঃ রনি সরকার, সহ-সভাপতি রেদোয়ান আহমেদ, সাধারণ সম্পাদক রোকন সরকার, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, আদম, আলীমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী খন্দকার, উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ ও রাশেদুল কবির।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের এই কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বিপদের বন্ধু সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় সচেতন মহল বিপদের বন্ধু সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে, এই কর্মসূচির মাধ্যমে রাশেদুল কবির বিপদের বন্ধু সংগঠনের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হন, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।





















