ফুলবাড়ীতে সন্তানকে হত্যার উদ্দেশ্যে পানিতে ফেলে দেন পিতা, পথচারীর সহায়তায় প্রাণে বেঁচে যায় শিশু তাসিন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের সন্তানকে হ*ত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেন পাষণ পিতা। পরে এক পথচারীর সহায়তায় প্রাণে বাঁচলেন শিশু তাসিন।
জানা গেছে, সারাদিন সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাতে রাস্তার পাশের পুকুরে হ*ত্যার উদ্দেশ্যে ফেলে দিয়ে চলে যান সৎ বাবা। অটোরিকশার হেড লাইটের আলোতে হাবুডুবু খেতে দেখে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশুটিকে পুকুর থেকে জীবন্ত উদ্ধার করেন।
এই নির্মম ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগষ্ট) রাত ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশুটির নাম তাসিন (৬)। সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
তাসিনের মা জানান, এর আগে আমার ছেলেকে ৩/৪ বার মারার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গতকাল দুপুরের পর আমার ছেলেকে নিয়ে ফুলবাড়ীতে আসেন আর রাত ৮ টার দিকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান,৮ টার দিকে ফুলবাড়ি থানায় অবগত করলে ফুলবাড়ি থানা পুলিশের একটি টিম শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ার পার গ্রামে গিয়ে তাসিন নামের ছেলেকে উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসে এবং আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।