জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ” অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষ্যে বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী জছিমঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিমের মহড়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল।
এছাড়াও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সূধিজন উপস্থিত ছিলেন।