রনবীর চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শরৎের শুভ্রতা এযেন, জানিয়ে দেয় দেবী দূর্গার আগমনি বার্তা। আগামী ১৪ই অক্টোবর শুভ মহালয়ার মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এই দূর্গোউৎসবকে ঘিরে নানা আয়োজনে মেতেছেন পূজা আয়োজকরা।
দেবী দুর্গাকে বরণ করে নিতে পাশাপাশি চলছে মন্ডপ সাজানোর কাজ। এখন শারদীয় মেতে উঠার অপেক্ষায় হিন্দু সম্প্রাদায়ের লোকেরা। সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে, এবার দেবীদুর্গা ঘোড়ায় আগমন ও একই বাহনে কৈলাশে গমন। আর এই উৎসবকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি গ্রামে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা।
প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন প্রতিমা। পূজার দিন ঘনিয়ে এসেছে তাই ব্যস্ত হয়ে পড়ছেন প্রতিমা তৈরীর কারিগররা। দূর্গা প্রতিমা ছাড়াও মন্ডপের জন্য তৈরি করা হচ্ছে লক্ষ্ণী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্পসহ আরো অনেক কিছু।
প্রতিমা তৈরি কারিগর নারায়ন চন্দ্র রায় বলেন, গত তিনমাস হতে প্রতিমা তৈরীতে বেশ ব্যাস্ততার সময় পাড় করছি প্রায় কাজ শেষ রঙের কাজ বাকি সামনে আশা রাখছি উন্নত মানের প্রতিমা তৈরি করবো। প্রতিমার প্রধান কারিগর অমূল্য চন্দ্র রায় জানান, এইবার দূর্গা প্রতিমার অর্ডার পেয়েছি মাত্র ১১ টা বিশ্ববাজারে যেহারে দ্রব্যমূল্যের দাম সেহারে দাম পাচ্ছি না প্রতিমা তৈরির তবুও নিজের পেশা ধরে রাখতে কাজ করতে হচ্ছে।
বাংলাদেশ পূজা উর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য মতে, এবছর ফুলবাড়ী উপজেলায় ৭৪টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজা উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী সবক্ষণিক নজর রাখবে বলে আশা পূজা আয়োজকদের।
পূজা উদযাপন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, আমার ইউনিয়নে মোট সাতটি পূজা মন্ডপ রয়েছে। হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপনে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গ্রাম পুলিশের ভাইয়েরাও দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে এ ব্যাপারে ফুলবাড়ী অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে।