রনবীর রায় রাজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি।
০৩/০১/২০২৫
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা জুড়ে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বাড়ীসহ শিক্ষা প্রতিষ্ঠান ও অস্থায়ী মন্দিরে ঢাক-ঢোল,কাসর,শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে পূজা-অর্চনা করছেন সনাতন ধর্মের শিক্ষার্থীসহ ভক্ত পূজারীরা।
জ্ঞানের আলো ছড়াতে ও বুদ্ধি, বিদ্যা ,শিল্পকলা এবং সংগীতের দেবী সরস্বতী স্বর্গ থেকে মর্তে পৃথিবীতে আসেন এই বিশেষ দিনটিতে। দেবী সরস্বতী হলেন সত্য, শুদ্ধ ও শুভ্রতার মহা প্রতিক। এদেবীর আরেক নাম বীণাপানি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিনে মা সরস্বতী বিদ্যার দেবী পৃথিবীতে আসেন অন্ধকার দুর করে জ্ঞানের আলো ছড়াতে। তাই যুগের পর যুগ ধরে শিক্ষার্থীরা এই দিনে বিশেষ প্রার্থনার মাধ্যমে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অর্চনা করেন।
শাস্ত্র মতে, এদিন দেবীর কাছে বিদ্যার অর্জনের প্রার্থনা করে ভক্তরা। পূজার সময় ভক্তরা প্রিয় দেবীর শ্রীচরণে অঞ্জলি প্রদান করে থাকেন। এছাড়া পুরোহিতের মন্ত্র পড়ার সাথে সাথে উপস্থিত ভক্তরাও সে মন্ত্র মনে মনে পাঠ করতে থাকেন এবং দেবীকে স্মরণ করেন।