Wednesday , 24 April 2024
শিরোনাম

ফেনীতে বিভিন্ন প্রজাতির ১৫৮টি পাখি উদ্ধার, একব্যক্তির কারাদন্ড

জেলায় আজ অবৈধভাবে সংরক্ষণ করা বিভিন্ন প্রজাতির ১৫৮টি পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে ৪০ টি চন্দন টিয়া, ৫টি হিরামন, ১০৫ টি মুনিয়া, ১টি শালিক এবং ৭টি দেশি টিয়া পাখি।
এ ঘটনায় আতাহার আলী শিকদার (৪২) নামে এক ব্যক্তিকে আটকের পর তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের চাঁড়িপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে জেলা শহরের চাঁড়িপুরে দুলাল মিয়ার কলোনি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। আটককৃত আতাহার আলী শিকদার খুলনা জেলার সোনাডাঙা থানার হাফিজনগর এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে। দন্ডিত আতাহার দেশের বিভিন্ন জেলা হতে পাখি এনে বিক্রির জন্য দুলাল মিয়ার কলোনিতে রেখেছিল। অভিযানকালে আতাহার আলী শিকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় অবৈধভাবে পাখি সংরক্ষণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। পরে উদ্ধারকৃত পাখিগুলো শহরতলীর কাজিরবাগ ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।বাসস

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x