ফেব্রুয়ারির নির্বাচনেই গণতন্ত্রে ফিরবে দেশ: মির্জা ফখরুল
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সকালেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত এবং চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সিলেট আসেন। সফরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন।
জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে লড়াই করেছেন, তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে। ইতোমধ্যে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন সূচনা হবে। দেশ সঠিক পথে ফিরে আসবে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এ সময়ের মধ্যে প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ১৭শ’ নেতাকর্মী গুম হয়েছেন। সিলেটের সাহসী নেতা এম. ইলিয়াস আলীও এই গুমের শিকার।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির ওপর বর্বর নির্যাতন চালিয়ে সরকার দেশকে স্বৈরতন্ত্রের পথে ঠেলে দিয়েছে। তবে জনগণের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সেই অবস্থা থেকে উত্তরণের সময় এসে গেছে বলে মন্তব্য করেন তিনি।