কাতার বিশ্বকাপে গতকাল রাতে ফ্রান্স ও ইংল্যান্ড এর কোয়াটার ফাইনাল খেলায় ফ্রান্স জয়ী হওয়ার পর ফ্রান্সের জনগণ ফ্রান্সের প্যারিসে বিজয় উদযাপন করছিলেন। ঠিক তখনই ফ্রান্সের প্যারিসের মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে দেশটির চ্যাম্পস এলিসিসে ওপর কাঁদানে গ্যাস ছোড়ে প্যারিসের পুলিশ।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এক পর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।একটি সময় সেখানে মারামারির ও ঘটনা ঘটে।ডিও ফুটেজে দেখা গেছে, লোকজন দোকানপাট ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে।ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।