নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় কোনও ধরনের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য এ ঋণ নেওয়া যাবে।
আর ঋণের সুদহার হবে ৫ শতাংশ।
রোববার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকের ৪০০ কোটি টাকার পুনরর্থায়ন কর্মসূচির আওতায় নতুন করে ফ্ল্যাট কেনা-নির্মাণ ঋণের বিষয়টি যুক্ত করা হয়েছে। ৬৮টি পণ্যে কম সুদহারে এ ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদি ঋণ নেওয়া যাবে। অর্থাৎ এ ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ শুরু হবে এর দেড় বছর পর। আবাসন খাতের কোম্পানিগুলো ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।
বাণিজ্যিক ব্যাংক গ্রাহক পর্যায়ে এ খাতে ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদহারে ঋণ দেবে। এ ক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদহার হবে ৫ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সুদহার হবে সাড়ে ৫ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদি ঋণের সুদহার হবে ৬ শতাংশ।